Kolkata Road accident: দ্বিতীয় হুগলি সেতুতে লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

Continues below advertisement

দুদিনের মধ্যে ফের কলকাতায় (Kolkata) বেপরোয়া গতির বলি। দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly Bridge) লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। পলাতক ঘাতক লরি। রেড রোডে (Red Road) দুর্ঘটনায় ঘাতক মিনিবাসের চালক কামারহাটিতে গ্রেফতার। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নন তাও কুলটিতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে আসানসোলের (Asansol) তৃণমূলের ডেপুটি মেয়র। বিতর্কের মুখে শুধু হাতে সিরিঞ্জ ধরার সাফাই। ঠিক করেননি, বললেন পুরসভার প্রশাসক। স্বাস্থ্যকর্মীদের সামনে কীভাবে ভ্যাকসিন দিলেন? দায়ী ডেপুটি মেয়র, তদন্তের দাবি বিজেপির (BJP)। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ। হাতুড়ে ডাক্তারদেরও স্বীকৃতি দিয়েছে কেন্দ্র, অসুবিধা কোথায়? পাল্টা তৃণমূল (TMC)। খবরের জের, আসানসোলকাণ্ডে তৎপর স্বাস্থ্য দফতর। সিএমওএইচের (CMOH) কাছ থেকে রিপোর্ট তলব। ভ্যাকসিন গ্রহীতার স্বাস্থ্যে নজর রাখার নির্দেশ। বিদায়ী ডেপুটি মেয়রের সঙ্গে এক চিকিৎসক, দুই নার্সকে শো-কজ পুরসভার। কে কোথায় বসত দেবাঞ্জনের (Debanjan Deb) কসবার অফিসে? ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে থ্রিডি স্ক্যানার নিয়ে তল্লাশি পুলিশের। বাজেয়াপ্ত রেজিস্টার, ভিজিটর স্লিপ। মিলল পুরসভার (KMC) টেন্ডার থেকে প্রচুর চাকরির নিয়োগপত্র। স্পুটনিকের আড়ালে স্টেরয়েড ন্যাডিকোর্টের (Nadicort) ভায়াল? ঠিক কী দেওয়া হয়েছিল? ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে বাজেয়াপ্ত ভায়াল পাঠানো হল নাইসেডে (NICED)। প্রতারণার জালের সন্ধানে দেবাঞ্জনকে নিয়ে কসবার (Kasba) অফিসে ফের তল্লাশি। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জনের আরেক সহযোগী গ্রেফতার। পাকড়াও আমহার্স স্ট্রিট সিটি কলেজে ক্যাম্পের আয়োজক। ৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। আর কোথায় কোথায় ভুয়ো ক্যাম্প? জানতে জেরা। ভ্যাকসিন নিয়ে বাঁকুড়ায় (Bankura) চূড়ান্ত বিশৃঙ্খলা ও পুলিশের সঙ্গে হাতাহাতি। টিকাকরণের জন্য হুড়োহুড়ি আমডাঙাতেও (Amdanga)। ধাক্কাধাক্কিতে কয়েকজন অসুস্থ। ভ্যাকসিনের আকালের মধ্যে অনেকে আসায় বিপত্তি, দাবি প্রশাসনের। শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে সলিসিটর জেনারেলের (Solicitor General) বৈঠকের অভিযোগ। তুষার মেহতার (Tushar Mehta) অপসারণের দাবিতে সোমবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূল। অপসারণের রাজনীতি শাসকদলের, খোঁচা দিলীপের (Dilip Ghosh)। আসানসোলের ভ্যাকসিনকাণ্ড নিয়ে সোমবার থেকে বিধানসভায় সরব হবে বিজেপি, বিধায়কদের নিয়ে বৈঠক। মানুষের স্বার্থে কী করতে পারি, দেখিয়ে দিয়েছি বলে হুঁশিয়ারি দিলীপের। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। গায়ের রং নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাগাতার কটুক্তি। লালবাজারের দ্বারস্থ অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি, বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা আমির-কিরণের। নতুন অধ্যায় শুরু করতে চলেছি, তবে আর স্বামী-স্ত্রী হিসেবে নয়, জানালেন যৌথ বিবৃতিতে। কেন হঠাৎ সম্পর্ক শেষ? এখনও ধোঁয়াশা।  রাজ্যে একদিনে করোনায় (Corona) ২১ জনের মৃত্যু। একদিনে আক্রান্ত ১ হাজার ৩৯১। ৯৭ দিন পর দেশে ৫ লক্ষের নিচে নামল অ্যাক্টিভ কেস। করোনা ঠেকাতে ৭৮ শতাংশ সক্ষম কোভ্যাকসিন, দাবি তৃতীয় ট্রায়াল রিপোর্টে।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram