Morning Headlines: আজ মিঠুনের প্রচার, পুরুলিয়া-বিষ্ণুপুর-তমলুকে অমিত শাহ, সঙ্গে অন্য খবর
মমতাকে (Mamata Banerjee) নিয়ে বেলাগাম দিলীপ (Dilip Ghosh)। এটাই ওদের কাছে প্রত্যাশিত, পাল্টা আক্রমণে মহুয়া (Mahua Moitra)। রিপোর্ট চাইল কমিশন (Election Commission)। কাঁথিতে মোদির (Narendra Modi) মঞ্চে শিশির, শুভেন্দু। পূর্ব মেদিনীপুরের (East Midnapore) মাটিতে পরিবর্তনের সূচনার হুঙ্কার। দু-একটা গদ্দার গিয়েছে বিজেপিতে (BJP), ভালোই হয়েছে, বিষ্ণুপুরে পাল্টা আক্রমণে মমতা। মোদির সভায় শিশির-শুভেন্দু, গরহাজির দিব্যেন্দু। প্রথম দফার ভোটের আগে আজ বিজেপির পরপর মেগা র্যালি। বাঁকুড়া-পুরুলিয়া-পশ্চিম মেদিনীপুরে মিঠুন (Mithun Chakraborty), পুরুলিয়া-বিষ্ণুপুর-তমলুকে অমিত শাহ (Amit Shah), জয়নগর-চণ্ডীতলায় রাজনাথ, সাগর-নন্দিগ্রামে যোগী আদিত্যনাথ। মোদি-অমিত শাহের বিরুদ্ধে কমিশনে তৃণমূল (TMC)। প্রচারে এসে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ। উত্তরপ্রদেশ-সহ বিজেপি শাসিত রাজ্যের পুলিশ মোতায়েনের বিরোধিতা। যা করার করবে কমিশন, পাল্টা বিজেপি। ভোটের মুখে ভাইরাল অডিও ক্লিপ এনে বিজেপিকে নিশানা কংগ্রেসের (Congress)। টাকার বিনিময়ে প্রার্থী, দিলীপ-কৈলাসের বিরুদ্ধে যৌন কেচ্ছার অভিযোগ। এভাবে টিকিট পাওয়া যায় না, অভিযোগ উড়িয়ে দাবি বিজেপির। করোনা (Corona) আক্রান্ত আমির খান (Amir Khan)। মহারাষ্ট্রের একাংশের শুক্রবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত লকডাউন (Lockdown)। হরিয়ানাতে প্রকাশ্যে হোলিতে নিষেধাজ্ঞা। দোলেও একই নির্দেশ কার্যকর হতে পারে, রাজ্যকে জানাল কেন্দ্র।