Morning Headlines: মোদি-মমতার আক্রমণ-পাল্টা আক্রমণ, বিজেপিতে মিঠুন

Continues below advertisement

পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মুল্যবৃদ্ধির প্রতিবাদ। মিমি-নুসরতকে নিয়ে শিলিগুড়িতে মিছিল মমতার। ৮০ বছরের মহিলার ওপরও অত্যাচার হচ্ছে। দেখছে দেশ। গত ১০ বছরে বাংলায় চোখের জল ফেলছেন মহিলারা, আক্রমণ মোদির। বিহার-উত্তরপ্রদেশে কী হচ্ছে? বাংলা সুরক্ষিত, পাল্টা মমতা (Mamata Banerjee। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে হবে শিল্প, কর্মসংস্থান।
বাংলার উন্নয়নে ২৪ ঘণ্টা কাজ করব, বললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিনা পয়সার চাল ফোটাতে ৯০০ টাকার গ্যাস লাগে, কটাক্ষ মমতার। ব্রিগেডের (Brigade Parade Ground) সভায় মোদির মুখে পিসি-ভাইপো। শিলিগুড়ির সভা থেকে আক্রমণ মমতার। বিজেপিতে (BJP) যোগ দিয়েই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মিঠুন (Mithun Chakraborty)।

বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী মিঠুন চক্রবর্তী? ওড়ালেন না সম্ভাবনার কথা। ১২ মার্চ থেকে প্রচারে মিঠুন। যেতে পারেন নন্দীগ্রামেও (Nandigram)। তৃণমূলে যোগ ভুল সিদ্ধান্ত, প্রতিক্রিয়া মিঠুনের। আবার কবে পাল্টি খাবে কে জানে, কটাক্ষ সৌগতর (Saugata Roy)।

কংগ্রেসের কালো হাত ভাঙতে আন্দোলনে বামেরা, এখন কী করে সাদা হল? জোটকে তীব্র আক্রমণ মোদির। পাল্টা জবাব সিপিএম-কংগ্রেসের। প্রার্থী ওমপ্রকাশে আপত্তি। শিলিগুড়িতে নির্দল প্রার্থী হয়ে লড়ার সিদ্ধান্ত তৃণমূলের নির্বাচন কমিটির চেয়ারম্যান নান্টু পালের। দলবিরোধী কাজ হবে, হুঁশিয়ারি জেলা নেতৃত্বের।

 

আজ বিজেপিতে যোগ দিচ্ছেন সোনালি গুহ (Sonali Guha)। অভিমান থেকেই সিদ্ধান্ত, জানালেন বিদায়ী তৃণমূল বিধায়ক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram