Morning Headlines: হিংসা-পরিস্থিতি দেখতে আজ শীতলকুচিতে Jagdeep Dhankar, 'সফর দুর্ভাগ্যজনক', কড়া চিঠি Mamata-র

Continues below advertisement

হিংসা-পরিস্থিতি দেখতে আজ শীতলকুচি (Sitalkuchi), কাল অসমে রাজ্যপাল (Jagdeep Dhankar)। বারবার অনুরোধ অগ্রাহ্য, প্রথা মেনে দুর্ভাগ্যজনক সফর, কড়া চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। আইনের শাসন থেকে সরে যাচ্ছে সরকার, পাল্টা ধনকড়। রাজ্যে একদিনে করোনায় (Corona) মৃত্যুতে নতুন রেকর্ড। ১৩৫ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ ২০ হাজারের ওপরেই। একদিনে আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, মৃত্যুতে কলকাতা। উদ্বেগ বাড়াচ্ছে জলপাইগুড়ি, দার্জিলিং। বিহার, উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নদীতে ভাসছে মৃতদেহ। যজ্ঞ করলে আসবে না তৃতীয় ঢেউ, আজব দাবি মন্ত্রীর। সব পরামর্শই অগ্রাহ্য করেছে সরকার। জনবিপর্যয়ের দিকে যাচ্ছে মহামারী, করোনা নিয়ে মোদিকে একযোগে ১২ বিরোধী দলের পত্রাঘাত। সেন্ট্রাল ভিস্টা প্রকল্প স্থগিত রেখে বিনামূল্যে গণটিকাকরণ কর্মসূচির দাবি সনিয়া (Sonia Gandhi), মমতার। করোনা নিয়ে ২০মে ১০ রাজ্যের অফিসারদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। পিএমও-র (PMO) তালিকায় কলকাতা ছাড়াও আট জেলা। সিএমও-কে (CMO) এড়িয়ে কেন? প্রশ্ন তৃণমূলের (TMC)। সবেতেই রাজনীতি, পাল্টা বিজেপি (BJP)। ভ্যাকসিন নিয়ে ফের প্রধানমন্ত্রীকে (Narendra Modi) চিঠি মুখ্যমন্ত্রীর। উৎপাদন সরবরাহ কেন্দ্র বাড়ানোর দাবি। প্রস্তুতকারী সংস্থা বাড়ানোয় সওয়াল। সংস্থা চাইলে জমি দিতেও তৈরি, জানিয়ে দিলেন মমতা। বাড়ি বাড়ি টিকাকরণ (Vaccination) হলে বাঁচত অনেক প্রাণ, কেন প্রবীণদের কথা কেউ ভাবছে না? ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে ভর্তসনা বোম্বে হাইকোর্টের (Bombay High Court)। করোনাকালে দেশে সর্বাধিক মৃত্যু। একদিনে ৪ হাজার ২০৫ জনের মৃত্যু। সংক্রমিত ৩ লক্ষ ৪৮ হাজার। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ৬-৮ সপ্তাহ লকডাউন (Lockdown) প্রয়োজন, মনে করছে আইসিএমআর (ICMR)। বিধায়ক নয়, সাংসদই থাকতে চান নিশীথ প্রামাণিক, জগন্নাথ সরকার। বিধানসভায় গিয়ে ইস্তফা। আশাপূরণ না হওয়ায় পদত্যাগ, কটাক্ষ পার্থর। দফতরে গিয়ে দায়িত্ব নিলেন রথীন, পুলক।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram