Morning Headlines: বাংলায় পরিবর্তনের ডাক Narendra Modi-র, অনুষ্ঠানে Dibyendu Adhikari-র সঙ্গে বললেন কথা

Continues below advertisement

বাংলায় পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রীর (Narendra Modi)। আজ উত্তর দেবে তৃণমূল, পাল্টা সুখেন্দু শেখর।
'উন্নয়ন প্রশ্নে মেজাজ হারান মমতা (Mamata Banerjee)। রেগে যান ভারতমাতার জয় বললেও', কটাক্ষ নরেন্দ্র মোদির। নেতাজির অনুষ্ঠানে জয় শ্রীরাম কেন? পাল্টা সৌগত (Saugata Roy)। মমতার আমলে বাম শাসনের পুনর্জন্ম।

 

বিজেপিকে হারাতে ম্যাচ ফিক্সিং তৃণমূল, বাম ও কংগ্রেসের, খোঁচা মোদির। সিপিএমের ভোট কিনেছে বিজেপি, কটাক্ষ তৃণমূলের। তৃণমূল ও বিজেপির ফিক্সিং, পাল্টা সুজন (Sujan Chakraborty)।

বাংলার উন্নয়নে উন্নতি আনতে প্রয়োজন ডবল ইঞ্জিন সরকার, হলদিয়ার রাজনৈতিক সভা থেকে বললেন প্রধানমন্ত্রী। মমতার নেতৃত্বেই বাংলায় সবথেকে বেশি উন্নয়ন, পাল্টা ফিরহাদ (Firhad Hakim)। ক্ষমতায় এলে প্রথম মন্ত্রীসভার বৈঠকের পর বাংলায় চালু হবে পিএম কিষাণ নিধি প্রকল্প। বকেয়া টাকাও পাবেন কৃষকরা, আশ্বাস মোদির। দিল্লিতে আন্দোলনে কৃষকরা, হুঁশ নেই মোদির, পাল্টা ফিরহাদ।

হলদিয়ায় পেট্রোলিয়াম মন্ত্রকের অনুষ্ঠানের আগে জায়েন্ট স্ক্রিনে মোদির রাজনৈতিক সভার লাইভ সম্প্রচার। এটাই বিজেপির সংস্কৃতি, কটাক্ষ সৌগতর। হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী। মমতাকে আক্রমণে অমিত মালব্য। অনুষ্ঠানে দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikari) সঙ্গে কথা নরেন্দ্র মোদির। গুরুত্বে নারাজ তৃণমূল। ফের দেবভূমিতে বিপর্যয়। ফিরল কেদারনাথের স্মৃতি। হিমবাহ ভেঙে উত্তরাখণ্ডের চামলিতে ভয়াবহ তুষারধস। প্লাবিত জোশীমঠ। মৃত ১০, উদ্ধার ২৫ জন, জানাল আইটিবিপি। তুষারধসে নিখোঁজ অন্তত ১৫০। ভাঙল ধৌলিগঙ্গার দুটি বাঁধ। হরিদ্বার, হৃষীকেশে জারি হাই অ্যালার্ট। আকাশপথে এলাকা পরিদর্শন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর। আর্থিক সাহায্য ঘোষণা মোদির। পাশে থাকার আশ্বাস অমিত শাহের (Amit Shah)। হতবাক, মর্মাহত, ট্যুইট মমতার। আজ থেকে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস, বুধবার পর্যন্ত বজায় থাকবে শীতের আমেজ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram