Morning Headlines: আজ ঘরে ঘরে ষোড়শ উপাচারে বাগদেবীর আরাধনা, সঙ্গে অন্য খবর
নবান্ন অভিযানে (Nabanna Abhijaan) পুলিশের লাঠিতে আহত নেতার মৃত্যু, ময়নাতদন্তের পরই বামেদের লালবাজার অভিযান। এক ঘণ্টা অবরুদ্ধ সেন্ট্রাল অ্যাভেনিউ। আজ থানা ঘেরাও কর্মসূচি।
নবান্ন অভিযানে পুলিশের লাঠিতে আহত DYFI নেতার মৃত্যু। খুনের অভিযোগ সিপিএমের (CPM)। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত। দেহের ভিতরে নেই আঘাতের চিহ্ন, শুধু হাঁটুতে ক্ষত। মইদুল-মৃত্যুতে প্রাথমিক রিপোর্ট ময়নাতদন্তে। বাম নেতার মৃত্যু নিয়ে সুজনকে ফোন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। চাইলে পরিবারকে চাকরি, আর্থিক সাহায্যের আশ্বাস।
নবান্ন অভিযানের চারদিন পরেও নিখোঁজ পাঁশকুড়ার সিপিএম কর্মী। উদ্বিগ্ন পরিবার। নিউ মার্কেট থানায় মিসিং ডায়রি। মানসিক ভারসাম্যহীন, খোঁজ চলছে, দাবি পুলিশের। ডালখোলায় সিপিএম নেতার রহস্যমৃত্যু । রাত থেকে নিখোঁজ, সকালে রক্তাক্ত দেহ উদ্ধার। কান্দিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে ভর্তি। কর্মী সম্মেলন সেরে ফেরার পথে বেলদায় তৃণমূল (TMC) কর্মীর ওপর হামলা, অভিযোগ অস্বীকার বিজেপির (BJP)।
ফেসবুক ও হোয়াটসঅ্যাপকে নোটিস, দুই সংস্থার প্রাইভেসি পলিসি সম্পর্কে জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। চার সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। টানা সাত দিন ঊর্দ্ধমুখী কলকাতায় পেট্রোল, ডিজেল। আজ মাঘ মাসের শুক্লাপঞ্চমী। ঘরে ঘরে ষোড়শ উপাচারে বাগদেবীর আরাধনার প্রস্তুতি। নিউ নর্মালেও পুজোয় মাততে তৈরি কচিকাঁচারা।