Morning Headlines: মৌলালিতে এএসআইকে মার, ২৫০জনের বিরুদ্ধে মামলা, সঙ্গে আরও খবর

Continues below advertisement

১। নবান্ন অভিযানে পুলিশের লাঠিতে আহত বাম নেতার মৃত্যুর প্রতিবাদ। চাঁচলে থানার গেট ভেঙে ঢোকার চেষ্টা। উত্তরপাড়ায় থানা ঘেরাও। সল্টলেকে মশাল মিছিল। 
২। মৌলালিতে এএসআইকে মার। এসএফআইয়ের রাজ্য সম্পাদক-সহ ২৫০জনের বিরুদ্ধে মামলা। গ্রেফতার ১। আমরাই তো বাঁচিয়েছিলাম, পাল্টা সৃজন। 
৩। অবশেষে বাম-কংগ্রেস সমঝোতা চূড়ান্ত। তৃণমূল-বিজেপির বিরুদ্ধে ত্রিমুখী লড়াই। কাকে কত আসন, পরে ঘোষণা, জানালেন অধীর। সিদ্দিকির সমর্থন থাকার দাবি। 
৪। বাম-কংগ্রেসের জোট। ২ দুর্বলের একে অপরকে ধরে ধরে বাঁচার চেষ্টা, কটাক্ষ সৌগতর। কট্টরপন্থীদের হাত ধরে বিধানসভা ভোটে লড়ার চেষ্টা, অভিযোগ বিজেপির। 
৫। (বাইট-মুকুল-বিজেপি ক্ষমতায় এলে বিষয়টি দেখা হবে) অবস্থান চললেও, মুকুলের আশ্বাসে পার্শ্বশিক্ষকদের অনশন প্রত্যাহার। আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ। 
৬। সরস্বতী পুজোয় যুগলে দেখলেই কঠোর ব্যবস্থা। উত্তরপাড়ায় বজরং দলের নামে ফতোয়া। দায় এড়াল সংগঠন থেকে বিজেপি। সর্বনাশা চিন্তাধারা, আক্রমণে তৃণমূল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram