Morning Headlines: ৭ মার্চ মোদির ব্রিগেড, এখনও সঙ্কটজনক মন্ত্রী জাকির, আরও খবর
৭ মার্চ ব্রিগেডে সভা মোদির (Narendra Modi)। সোমবার রাজ্যে আসছেন মোদি। আজ থাকবেন বিশ্বভারতীর ভার্চুয়াল সমাবর্তনে। রবিবার সব রাজ্যের নেতার সঙ্গে বৈঠক। শনিবার বাংলা-সহ ৫ রাজ্যের ভোট বৈঠকে নাড্ডা (JP Nadda)।
স্টেশনে বিস্ফোরণ, কী করছিল রেল পুলিশ? নিমতিতা কাণ্ডে মমতার (Mamata Banerjee) নিশানায় কেন্দ্র। মন্ত্রী আক্রান্ত হলে বাংলার মানুষের কী অবস্থা? সিবিআই-এনআইএ চায় বিজেপি। চাইলে সিবিআই (CBI)-র হাতে মন্ত্রীর উপর হামলার তদন্ত তুলে দিক রাজ্য। এবিপি নিউজের শিখর সম্মেলনে জানিয়ে দিলেন অমিত শাহ (Amit Shah)।
খুনের চক্রান্তে হামলা, সম্ভবত রিমোটের সাহায্যে বিস্ফোরণ, এসএসকেএমে (SSKM) মন্ত্রীকে দেখে দাবি মুখ্যমন্ত্রীর। তদন্তে সিট (SIT)। এনআইএ (NIA) হলে ভালো, বললেন রাজ্যপাল (Jagdeep Dhankar)। দেহে একাধিক স্প্লিন্টার, শরীরে অসংখ্য আঘাত, বিস্ফোরণে আহত শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন এখনও সঙ্কটজনক। ভাগ্নে, দেহরক্ষী-সহ ১৫ জন ভর্তি এসএসকেএমে।
দুর্নীতি নিয়ে ফের অমিত শাহের নিশানায় 'ভাইপো'। বিজেপির (BJP) লাগাতার আক্রমণের মুখে অভিষেকের (Abhishek Banerjee) হয়ে চ্যালেঞ্জ মমতার। নামখানায় তৃণমূলকে (TMC) উৎখাতের ডাক অমিত শাহের। আগে কৃষকদের সামলাও, পাল্টা চ্যালেঞ্জ মমতার। ভোটের সময় অনেকেই টাকা দেয়, আবার কেউ দিলেও নেব কিন্তু অপরিচিতের থেকে নিয়ে ভুল করেছি, নারদা নিয়ে মন্তব্য সৌগত রায়ের।
ক্ষমতায় এলে রাজ্যের সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন, চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ প্রতিশ্রুতি অমিত শাহের। কেন্দ্র কী করছে, সবাই দেখছে, পাল্টা পার্থ (Partha Chatterjee)। অন্য দল থেকে বিধায়কদের তৃণমূলে আসার পিছনে থাকতেও পারে প্রলোভন, এবিপি আনন্দে এসে মন্তব্য সৌগত রায়ের (Saugata Roy)।