Morning Headlines: ১৯ ও ২০ মার্চ ফের নন্দীগ্রাম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্য খবর
সিবিআইয়ের চার্জশিটে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অন্য মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী নন। শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ খারিজ করে জানিয়ে দিল সিবিআই (CBI)। শুধুই কুৎসা, জবাব পাবে বিশ্বাসঘাতকরা, কটাক্ষ কুণালের (Kunal Ghosh)। নন্দীগ্রামে (Nandigram) মমতার প্রার্থীপদ বাতিলের দাবি শুভেন্দুর। ৬টি মামলার কথা গোপন রেখে হলফনামার অভিযোগ। নির্বাচন কমিশনে (Election Commission) শুভেন্দুর নির্বাচনী এজেন্টের নালিশ। চিটফাণ্ডে অভিযুক্ত মামলার কথা ভালো জানেন, পাল্টা অভিষেক (Abhishek Banerjee)। আঘাত লাগার পর প্রথমবার ১৯ ও ২০ মার্চ ফের নন্দীগ্রাম যাচ্ছেন মমতা। করবেন একগুচ্ছ কর্মিসভা ও জনসভা। দুর্গাপুরে কথা বললেন স্থানীয়দের সঙ্গে। রবীন্দ্রনাথকে নিয়ে বিজেপির (BJP) অন্দরে আরও বিক্ষোভ। চুঁচুড়ার পার্টি অফিসে তালা ঝুলিয়ে তাণ্ডব। বিচ্ছিন্ন ঘটনা, দাবি শমীকের (Shamik Bhattacharya)। পুরনোদেরই সামলাতে পারছে না আবার বাংলা সামলাবে, কটাক্ষ তৃণমূলের (TMC)। গেরুয়া টি-শার্টে মোদির ছবি। কফি হাউসে (Coffee House) তাণ্ডব। নো ভোট ফর বিজেপি (No Vote For BJP) লেখা পোস্টারে কালি। দলের কোনও ঘোষিত কর্মসুচি নয়, সাফাই বিজেপির। কয়লাকাণ্ডে অভিষেকের শ্যালিকার স্বামী ও শ্বশুরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় সিবিআই। ফের তলবের সম্ভাবনা। হঠাৎ করে করোনা (Corona) সংক্রমণ বৃদ্ধি। পুণে, নাগপুর-সহ মহারাষ্ট্রের একাধিক শহরে ফের লকডাউনের (Lockdown) কড়াকড়ি।