Morning Headlines: আজ BJP-র প্রচারে রাজ্যে গম্ভীর, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

রেশনে (Ration) ১ টাকা কেজিতে গম, চাল। ৫ টাকায় চিনি, ৩ টাকায় নুন। ইস্তেহারে উল্লেখ বিজেপির (BJP) । ‘মা’-র পাল্টা অন্নপূর্ণা ক্যান্টিনে (Annapurna Canteen) ৫ টাকা করে তিনবেলা খাবার। ভাঁওতাবাজি, গুজরাতির হাতে কেন ইস্তেহার? খোঁচা অভিষেকের (Abhishek Banerjee)। কেজি থেকে পিজি, নারীশিক্ষা বিনামূল্যে, সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ, সরকারি বাসে যাতায়াত ফ্রি। গোটাটাই তৃণমূলের (TMC) অনুকরণ, বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের কী অবস্থা? খোঁচা সৌগতর (Saugata Roy)। কাটমানি ছাড়াই অ্যাকাউন্টে কিষাণ নিধির টাকা। কয়লা, বালিপাচার রুখতে টাস্ক ফোর্স। দুর্নীতি রুখতে হেল্পলাইন। মতুয়া (Matua) ভোটব্যাঙ্ককে মাথায় রেখে শরণার্থী পরিবারকে বছরে ১০ হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, সুন্দরবনে ৩ AIIMS, অনুকরণ, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প কই? প্রশ্ন তৃণমূলের। নোবেল, অস্কারের আদলে পুরস্কার। স্বাস্থ্যে কাদম্বিনী, শিক্ষা তহবিল বিদ্যাসাগরের নামে, আশ্বাস ইস্তেহারে (Election Manifesto)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram