Morning Headlines: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় ১৩ হাজার, বাড়ছে মৃত্যু

Continues below advertisement

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছুঁইছুই। মৃত্যু ৫৯ জনের। উদ্বেগ বাড়াচ্ছে অক্সিজেন সঙ্কট। বাংলা থেকে অক্সিজেন পাঠানো বন্ধ হোক। কেন্দ্রকে চিঠি রাজ্যের।

অক্সিজেনের ঘাটতি মেটাতে উদ্যোগ। জার্মানি থেকে অক্সিজেন তৈরির যন্ত্র আমদানির সিদ্ধান্ত কেন্দ্রের। জরুরি ভিত্তিতে ভিরাফিন ওষুধের প্রয়োগে ছাড়পত্র। দ্বিগুণের বেশি করা হল রেমডিসিভিরের উৎপাদন।

করোনা রিপোর্ট আসতে দেরি। মেলেনি অক্সিজেনও। গড়ফায় বিনা চিকিত্‍সায় মৃত্যু বৃদ্ধার! নিমতা, তিলজলা থেকে সোনারপুর, ঘণ্টার পর ঘণ্টা আক্রান্তের দেহ পড়ে থাকার ছবি। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর ব্যবস্থা নিল প্রশাসন।

কৃষ্ণনগরে জোড়া মৃত্যু। অক্সিজেন না পেয়ে ওষুধের দোকানের মালিকের মৃত্যুর অভিযোগ। ২৪ ঘণ্টা বাড়িতেই পড়ে করোনায় মৃত বৃদ্ধের দেহ! এবিপি আনন্দের খবরের জেরে তৎপর পুলিশ। 

ক্ষমতায় এসেই রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে বিজেপি সরকার। ট্যুইট বঙ্গ বিজেপির। সবটাই মমতার নকল, ক্ষমতা নেই, পাল্টা কটাক্ষ সৌগতর।

রেলে আরও চওড়া করোনার থাবা। হাওড়া-শিয়ালদা ডিভিশনে একের পর এক ট্রেনের চালক-গার্ড সংক্রমিত। ২ ডিভিশনে বাতিল ৫২টি লোকাল। বাতিল ১৬টি প্যাসেঞ্জার ট্রেনও। রেক কমছে মেট্রোতেও।

রোড শো বন্ধ নিয়ে কমিশনের হলফনামা গ্রহণ হাইকোর্টের। সর্বত্র মাস্কের ব্যবহার নিশ্চিত করুক কমিশন। করোনা বিধি মানতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ। সোমবার পরবর্তী শুনানি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram