Morning Headlines: বাড়ল কোভিশিল্ডের দুই ডোজের মাঝের মেয়াদ, 'ভিত্তি কী?', উঠছে প্রশ্ন

Continues below advertisement

এবিপি আনন্দের খবরের জের। অক্সিজেন ফ্লো মিটারের কালোবাজারিতে গ্রেফতার দুই অভিযুক্ত। কেপিসি মেডিক্যালের (KPC Medical) অধ্যক্ষের অভিযোগে গ্রেফতার করল যাদবপুর থানা। ৬ থেকে ৮ সপ্তাহের বদলে এবার কোভিশিল্ডের (Covishield) দ্বিতীয় ডোজ ১২ থেকে ১৬ সপ্তাহর মধ্যে, বিশেষজ্ঞ কমিটির প্রস্তাবে সম্মতি স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry)। ১২ সপ্তাহ পর কোভিশিল্ডের প্রথম ডোজের কার্যকারিতা নিয়ে সংস্থার তরফে উল্লেখ নেই, টিকা ঘাটতির কারণে আপোষ নয় তো? প্রশ্ন চিকিৎসকদের একাংশের। বৈজ্ঞানিক ভিত্তি কী? ট্যুইট শশী তারুরের। নেই পর্যাপ্ত ভ্যাকসিন অথচ ফোনের কলার টিউনে বলেই চলেছেন ভ্যাকসিন লাগান, কতদিন চলবে এরকম বিরক্তিকর কলার টিউন? কেন্দ্রকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের (Delhi High Court)। রাজ্যে দৈনিক করোনা (Corona) সংক্রমণ ২১ হাজার ছুঁইছুঁই, মৃত ১২৯। উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) ফের সংক্রমণ ৪ হাজার পার। কলকাতায় (Kolkata) ৩৯ জনের মৃত্যু। উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, বাঁকুড়া। ফের অসহায়তার মর্মান্তিক ছবি। ঠাকুরপুকুরে (Thakurpukur) করোনায় মৃত ছেলের দেহ আগলে পক্ষাঘাতগ্রস্থ সংক্রমিত বৃদ্ধা। ধুপগুড়িতে (Dhupguri) রাতভর পড়ে করোনায় আক্রান্তের বৃদ্ধ বাবার দেহ। বালুরঘাটেও (Balurghat) দেহ পড়ে ১২ ঘণ্টা। যোগী রাজ্যের ফের গঙ্গায় সার সার করোনায় মৃতের দেহ। বারাণসী, কানপুর থেকে উদ্ধার ৩১টি মৃতদেহ। সমাধিস্থ করা হল গঙ্গার ধারেই। রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশের জন্যই ভারতে করোনার বাড়বাড়ন্ত, ল্যানসেটের পর এবার বিস্ফোরক বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। দূরত্ববিধি না মানার জন্যই দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির অভিযোগ। শীতলকুচির পর দিনহাটাতেও রাজ্যপালকে (Jagdeep Dhankar) গো ব্যাক স্লোগান, কালো পতাকা। আইসিকে (IC) ধমক ধনকড়ের। ৬ মাস পরেও কেন হল না জিএসটি (GST) কাউন্সিলের বৈঠক? ৩ মাস অন্তর বৈঠক না ডাকা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, অবিলম্বে ভার্চুয়াল বৈঠক ডাকা হোক, নির্মলা সীতারমনকে চিঠি অমিত মিত্রের (Amit Mitra)।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram