Morning Headlines: নারদকাণ্ডে গৃহবন্দি চার নেতা, বাড়ি ফিরলেন ফিরহাদ, বাকি তিন হাসপাতালে চিকিৎসাধীন
অন্তর্বর্তী জামিন নিয়ে দুই বিচারপতির মতভেদ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি-সহ ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চ গঠন করল হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার সকাল ১১টায় চার নেতা-মন্ত্রীর জামিনের ওপর স্থগিতাদেশ নিয়ে শুনানি। জামিন নয়, নারদকাণ্ডে (Narada Case) আপাতত গৃহবন্দি থাকতে হবে ফিরহাদ, সুব্রত, মদন, শোভনকে। করোনাযুদ্ধে জড়িতদের ভার্চুয়ালি প্রশাসনিক কাজের অনুমতি। জেল হেফাজতে রাখার সিবিআইয়ের (CBI) আবেদন খারিজ। সিরোসিস অফ লিভারে আক্রান্ত শোভন (Sovan Chatterjee), সন্দেহ চিকিৎসকদের। বাড়ি ফেরার সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা, জানালেন বৈশাখী (Baisakhi Banerjee)। শ্বাসকষ্ট থাকায় সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee) নিবুলাইজার। সিওপিডিতে আক্রান্ত মদন মিত্র (Madan Mitra)। মমতার (Mamata Banerjee) জন্য ভবানীপুর ছেড়ে বিধায়ক পদে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sobhandeb Chatterjee) ইস্তফা। প্রার্থী হতে পারেন খড়দায়। অনুজ শর্মাকে (Anuj Sharma) সরিয়ে এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। রাজ্যে একদিনে করোনায় (Corona) ১৫৯ জনের মৃত্যু, ফের ২০ হাজারের কাছে দৈনিক সংক্রমণ। শুধু উত্তর ২৪ পরগনাতেই (North 24 Pargana) ৪৭ জনের মৃত্যু, ৪ হাজার ২৪০ জন আক্রান্ত। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর পরিস্থিতি। দেশে দৈনিক মৃতের সংখ্যা ফের ৪ হাজার ছাড়াল। সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। সপ্তাহান্তে ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্ক। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা। সতর্ক থাকার বার্তা কেন্দ্রের। ৯৪ বছর বয়সে প্রয়াত পরিবেশবিদ চিপকো আন্দোলনের জনক সুন্দরলাল বহুগুণা (Sunderlal Bahuguna)।