Morning Headlines: রাজ্যের মুখ্যসচিবের বদলি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, সঙ্গে অন্য খবর
কলাইকুণ্ডার বৈঠক বিতর্কের পরই দিল্লিতে বদলি মুখ্যসচিব (Chief Secretary)। ভোটে হারের বদলা নিতেই রাজনৈতিক প্রতিহিংসা, মোদি সরকারকে আক্রমণে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই মুখ্যসচিবকে বদলি, অভিযোগ মুখ্যমন্ত্রীর। নির্দেশ প্রত্যাহার করতে কেন্দ্রকে অনুরোধ। আলাপনের (Alapan Bandyopadhyay) বদলি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত। যেভাবে প্রধানমন্ত্রীকে অপমান, গোটা দেশ দেখেছে, মমতাকে পাল্টা আক্রমণে শুভেন্দু (Suvendu Adhikari)। মুখ্যসচিবকে দিল্লিতে বদলির নির্দেশ। সোমবার কাজে যোগের নির্দেশ। খামখেয়ালি সিদ্ধান্ত, মত প্রসার ভারতীর প্রাক্তন সিইওর। অযৌক্তিক, বলছেন প্রাক্তন মুখ্যসচিব। একই মত প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিবেরও। চাকরির শেষ দিনে দিল্লিতে অন্য বিভাগে কাজে যোগে নির্দেশ, অযথা সমস্যা তৈরির রহস্য কী? প্রশ্ন প্রাক্তন সিপি তুষার তালুকদারের। আদালতে যাওয়া উচিত, মত কলকাতার প্রাক্তন সিপি গৌতমমোহন চক্রবর্তীর। মুখ্যসচিবকে দিল্লিতে বদলি, তৃণমূলের পাশে কংগ্রেস (Congress)। প্রতিহিংসাপরায়ণ সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কফিনে শেষ পেরেক বলে আক্রমণ। মোদির বৈঠকে না থেকে রাজনীতি করেছেন মমতাই, পাল্টা বিজেপি। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে কেন অন্যরা? পরিকল্পনা করেই কলাইকুণ্ডায় মোদির বৈঠকে বিজেপি (BJP) নেতাদের ডাকার অভিযোগে সরব মমতা। দুই ২৪ পরগনার পর এবার পূর্ব মেদিনীপুরে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকায় মুখ্যমন্ত্রী। আকাশপথে দিঘা, নন্দীগ্রাম, খেজুরি পরিদর্শন। ঘুরে দেখলেন উপকূলবর্তী ৭১ কিমি এলাকা। ইয়াসের জেরে লণ্ডভণ্ড পূর্ব মেদিনীপুর। তিন দিন পরেও জলের তলায় হলদিয়া, সুন্দরবনের একাংশ। জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনার আগে প্রয়োজন আত্মসমালোচনার, বিজেপির অবস্থানকেই কটাক্ষ করে মুকুল-পুত্রের ফেসবুক পোস্ট ঘিরে জোর জল্পনা। যা লিখেছি, নিজেই লিখেছি, মন্তব্য শুভ্রাংশুর। রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত ১১ হাজার ৫১৪। ১৪৮ জনের মৃত্যু। গত ৪৫ দিনে দৈনিক সংক্রমণ সর্বনিম্ন। সোমবার থেকে স্লট বুকিং ছাড়াই কলকাতা পুরসভার (KMC) স্বাস্থ্যকেন্দ্রে ষাটোর্ধ্বদের টিকাকরণ।