Morning Headlines: ইয়াসে ক্ষতিগ্রস্ত ১৪ টি জেলা, পূর্ব মেদিনীপুরে ৮০০ -র বেশি গ্রাম জলের তলায়

Continues below advertisement

নারদ মামলায় আজ ফের হাইকোর্টে শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে সিবিআই। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে মামলা ফেরত পাঠায় সর্বোচ্চ আদালত। বালেশ্বরে আছ[ড়েপড়ল ইয়াস। প্রায় ৪ ঘণ্টা ধরে চলল তাণ্ডব। ইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব মেদিনীপুর। ঢেউ উঠল নারকেল গাছের মাথায়। জলের তলায় দিঘা, মন্দারমনি, তাজপুর, হলদিয়া। রামনগরে জলে ডুবে এক জনের মৃত্যু। ইয়াসের কারণে প্লাবিত দুই চব্বিশ পরগনা। পূর্ব মেদিনীপুরে ৮০০ -র বেশি গ্রাম জলের তলায়। ক্ষতিগ্রস্ত ১৪ টি জেলা। জলের তলায় নন্দীগ্রাম, নয়াচরে হোভারক্রাক্টে গ্রামবাসীদের উদ্ধার। ইয়াসের জেরে দুর্গত প্রায় এক কোটি মানুষ। আজও সকলকে সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। দক্ষিণ কলকাতার একাংশে ঢুকল আদি গঙ্গার জল। শুক্রবার কপ্টারে সাগর, জিঙ্গলগঞ্জ পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী, পরদিন যাবেন দিঘা, নন্দীগ্রাম। ডায়মন্ড হারবারে ত্রান শিবির পরিদর্শনে অভিষেক। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা গতকালের তুলনায় উন্নতি, কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গে। ১৪ হাজার কোটি টাকার পিএনবি কেলেঙ্কারির মামলায় গ্রেফতার মেহুল চোকসি।

 

 

 

 

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram