WB Politics: আস্থাভোটের আগেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা মোশারফ হোসেনের

Continues below advertisement

মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন তৃণমূলত্যাগী মোশারফ হোসেন। ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি। নওদা বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েও হেরে যান মোশারফ হোসেন। ভোটের ফল প্রকাশের পরেই জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল। ২৪ মে ছিল আস্থা ভোটের দিন। তার আগে গতকাল জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দেন মোশারফ হোসেন। জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান জানিয়েছেন, দলবিরোধী কাজের জন্য জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও একাধিক কর্মাধ্যক্ষ-সহ ১১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পদত্যাগী কংগ্রেস নেতা মোশারফ হোসেনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram