Mamata Banerjee: প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা, বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

প্রয়াত মুকুল রায়ের (Mukul Roy) স্ত্রী কৃষ্ণা রায় (Krishna Roy)। পরিবার সূত্রে খবর, আজ ভোর পৌনে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের (Chennai) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আগামীকাল দেহ নিয়ে আসা হবে কলকাতায়। করোনা আক্রান্ত হওয়ায় মুকুল রায়ের স্ত্রীকে ১১ মে হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশনে থাকার পর ২ সপ্তাহ ছিলেন একমো সাপোর্টে। এরপর ফুসফুস প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় চেন্নাই। মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘মুকুল আমার দীর্ঘদিনের সহকর্মী। ওর স্ত্রীকে আমি দীর্ঘদিন ধরে চিনতাম। আমরা ভেবেছিলাম উনি সুস্থ হয়ে যাবেন। সবরকমভাবেই তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। শুভ্রাংশু আগামীকাল সকালে তার মায়ের মরদেহ নিয়ে চেন্নাই থেকে ফিরবে। দেহ নিয়ে যাওয়া হবে কাঁচরাপাড়ার বাড়িতে। পরে শেষকৃত্য সম্পন্ন করা হবে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram