Mullickpur Rail Agitation: ইটের ঘায়ে জখম পুলিশ, জিআরপির গাড়ি ভাঙচুর, রণক্ষেত্র মল্লিকপুর
অবিলম্বে লোকাল ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ শিয়ালদা দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশনে (Mallickpur Station)। দফায় দফায় চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ ও জিআরপি (GRP)। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাথর। আহত হয়েছেন জিআরপি-র ওসি সহ কয়েকজন। ভাঙচুর করা হয় জিআরপির গাড়ি। স্টেশন থেকে পুলিশকে তাড়া করে বিক্ষোভকারীরা। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, আজ ফের লোকাল ট্রেন (Local Train) চালানোর দাবিতে বিক্ষোভ। আজ সকালে সোনারপুর (Sonarpur) স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। সকাল ৭টা থেকে অবরোধ শুরু হয়। পরে সেই অবরোধ উঠে যায়। সোনারপুরে বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই মল্লিকপুর ষ্টেশনে বিক্ষোভ শুরু হয়। শ’য়ে শ’য়ে স্থানীয় বাসিন্দা স্টেশন চত্বরে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা।