Murder in Malda: 'অপরাধমূলক মানসিকতা কাজ করেছে কি না দেখা প্রয়োজন', মত মনরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রের

Continues below advertisement

মালদার কালিয়াচকে (Kaliachak) নৃশংস হত্যাকাণ্ড। মা-বাবা-সহ পরিবারের ৪ জনকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে। চার মাসের পুরনো খুনের ঘটনায় গতকাল ১৯ বছরের তরুণ আসিফ মেহবুবকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের পুরাতন ১৬ মাইল গ্রামে। পুলিশের দাবি, ধৃত তরুণ জেরায় জানিয়েছে, মাসচারেক আগে মা-বাবা, বোন ও দিদাকে খুন করে বাড়ি লাগোয়া গুদামঘরে পুঁতে দেয়। বড় ভাইকে খুনের হুমকি দেওয়ায় সে কলকাতায় পালিয়ে যায়। গতকাল বড় ভাই খুনের বিষয়টি কালিয়াচক থানায় জানালে গ্রেফতার হয় আসিফ। পুলিশের দাবি, জেরায় পরিবারের চারজনকে খুনের কথা কবুল করেছে অভিযুক্ত। এই ঘটনা প্রসঙ্গে মনরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র (Sabyasachi Mitra) বলেন, "ঘটনাটি অতি ভয়ঙ্কর। পুরো তথ্য না পেয়ে কিছু বলা ঠিক না। অভিযুক্তের দাদা কেন চারমাস পর ঘটনার কথা সামনে আনল? অভিযুক্তের কিছু মানসিক সমস্যা নিশ্চয় রয়েছে। একইসঙ্গে দেখতে হবে, অপরাধমূলক মানসিকতাও কাজ করেছে কি না। পরপর খুন করে মানসিক ভারসাম্য বজায় রেখে দেহগুলিকে লুকিয়ে রাখা শুধুই মানসিক সমস্যা হতে পারে না।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram