Nadda in Bengal: কাটমানি সংস্কৃতি আর বাংলায় থাকবে না: নাড্ডা

Continues below advertisement

আমরা সোনার বাংলা বা এই কর্মসূচির কথা বলতে গেলে বলব, সোনার বাংলা গড়তে মানুষের যোগদানের পথ প্রশস্ত করতে চেয়েছি। তিনি বলেন, "রাজ্যের ২ কোটি মানুষের পরামর্শ নেবে বিজেপি। রাজ্যজুড়ে ৩০ হাজার সাজেশন বক্স থাকবে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে থাকবে সাজেশন বক্স। মিসড কল করেও দেওয়া যাবে পরামর্শ। ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে ক্যাম্পেন।" তিনি আরও বলেন, "বিজেপির লক্ষ্য সোনার বাংলা। বাংলার গৌরবময় ইতিহাস পুনরুদ্ধারই লক্ষ্য। বাংলার মনীষীদের দর্শনে সোনার বাংলা গড়ে তুলতে চাই। সোনার বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প"। তিনি আরও বলেন, "বাংলায় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিও বাংলায় চালু হবে। বাংলার ৭৩ লক্ষ কৃষক উপকৃত হবেন। বাংলার কৃষকরা এককালীন ১৪ হাজার টাকা পাবেন। ক্ষমতায় এসেই ৭ম বেতন কমিশন চালু করা হবে। বাংলায় আর কাটমানি সংস্কৃতি থাকবে না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram