নজরে ৯ চটজলদি: করোনা আবহেই এবার জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক ও অগাস্টে মাধ্যমিক পরীক্ষা

Continues below advertisement

করোনা (Corona) মোকাবিলায় রাজ্যে ১৫ জুন পর্যন্ত কার্যত লকডাউন। বাজার দোকান খোলা থাকবে এখনকার নিয়মেই। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনোয় নিষেধাজ্ঞা। শর্তসাপেক্ষে নির্মাণশিল্পে ছাড়। জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক (HS), অগাস্টে মাধ্যমিক। করোনা বিধি মেনে ৩ ঘণ্টার বদলে দেড় ঘণ্টায় নিজের স্কুলেই পরীক্ষা। ভরা কটালের সঙ্গে ইয়াসের জেরে নিম্নচাপ। দুপুরেই আকাশ কালো করে মেঘ, প্রবল বৃষ্টি। কিছুক্ষণের বৃষ্টিতেই জলের তলায় উত্তর ও মধ্য কলকাতার একাংশ। ইয়াসের (Cyclone Yaas) তাণ্ডব, কাল বাংলা, ওড়িশায় ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী (Narendra Modi), কপ্টারে যাবেন পূর্ব মেদিনীপুর, ওড়িশার ভদ্রক, বালেশ্বর। ইয়াস তাণ্ডবের জের, আজও দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় বাঁধ ভাঙা জল ঢুকছে একের পর এক গ্রামে। নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে জল, আটকে বহু মানুষ। উদ্ধারকাজে নামল এনডিআরএফ। হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড উত্তর ২৪ পরগনার অশোকনগরের (Ashoknagar) একাধিক ওয়ার্ড। ভোররাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত নদিয়ার (Nadia) শান্তিপুর ও চাকদহের বিভিন্ন এলাকা। আশ্রয়হীন বহু পরিবার। চার নেতা মন্ত্রীর জামিন নিয়ে হাইকোর্টে কাল দুপুরে ফের শুনানি। রাজ্যকে পার্টি করার অনুমতি দিল বৃহত্তর বেঞ্চ। অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বসানো হল ২০ কিলোলিটারের লিক্যুইড অক্সিজেন ট্যাঙ্ক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram