নজরে ৯ চটজলদি: কাল আছড়ে পড়তে পারে 'ইয়াস', কলকাতাবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা আবহাওয়া দফতরের

Continues below advertisement

আসছে ইয়াস (Cyclone Yaas)। আরও কমল উপকূলের সঙ্গে ব্যবধান। দিঘা (Digha) থেকে ৩২০ কিমি দূরে ঘূর্ণিঝড়। সর্বোচ্চ ১৮৫ কিমি বেগে কাল বেলা ১২টা নাগাদ আছড়ে পড়তে পারে স্থলভাগে। রাত থেকেই বাড়বে বৃষ্টি। কলকাতায় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিমি। আমফানের মতো প্রভাব পড়বে না, আশ্বাস আবহাওয়া দফতরের। হাওড়া, হুগলিতে (Hooghly) ভারী বৃষ্টির পূর্বাভাস। ইয়াসের আগেই আতঙ্ক। ব্যান্ডেল থেকে গঙ্গা পের‍িয়ে ঝড় আছড়ে পড়ল হালিশহরে। নবান্নের (Nabanna) কন্ট্রোল রুম ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। রাতে থেকে করবেন নজরদারি। ইয়াসের প্রভাবে ভারী থেকে অতিভারি বৃষ্টি হবে, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূমে প্লাবনের সতর্কবার্তা জারি করল রাজ্য সরকার। নারদ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল সিবিআই (CBI)। মামলা প্রত্যাহার সিবিআইয়ের। মামলা ফিরল হাইকোর্টে। কোচবিহারের শীতলকুচিতে বিজেপি (BJP) কর্মীর মৃতদেহ উদ্ধার। গায়ে একাধিক আঘাতের চিহ্ন। খুনের অভিযোগ পরিবারের।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram