নজরে ৯ চটজলদি: শুক্র-শনিবার আকাশপথে ইয়াস-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন Mamata Banerjee

Continues below advertisement

সকাল সোয়া ৯টা নাগাদ ওড়িশার (Odisha) বালেশ্বরে ১৩০-১৪০ কিমি গতিতে আছড়ে পড়ল ইয়াস। সঙ্গে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। একের পর এক গ্রাম ভাসল জলে। ওড়িশার বালেশ্বরের কাছে ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফল। ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন বহু গ্রাম। জলের তোড়ে ভেঙে গিয়েছে ভদ্রক (Bhadrak) থেকে ধামড়া যাওয়ার রাস্তার একাধিক অংশ। এখনও কাটেনি উদ্বেগের প্রহর। গঙ্গার জলস্তর বাড়তে পারে ৫ ফুট। আজ রাত ও কাল রাজ্যের নদী তীরবর্তী এলাকায় জোয়ারের ভরা কোটালের প্লাবনের আশঙ্কা। ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কোটালের জোড়া তাণ্ডবলীলায় অন্তত এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। প্রভাব পড়েছে ১০টি জেলায়, জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আগামী শুক্র ও শনিবার আকাশপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। সাগর ও দিঘায় (Digha) করবেন প্রশাসনিক বৈঠক। পূর্ব মেদিনীপুরের হলদিয়াতেও উদ্ধারকাজে হাত লাগিয়েছে এনডিআরএফ (NDRF)। ইয়াস বিপর্যয়ে বিপর্যস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় গোসাবা পাখিরালয়, প্রায় শ'খানের হোটেল জলবন্দি। ভেসে গিয়েছে মাছের ভেড়ি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বনের হরিণ লোকালয়ে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram