Narada Case Hearing: 'সমাজের গভীরে শিকড় থাকা নেতা-মন্ত্রীরা পালিয়ে যেতে পারেন না', হেভিওয়েটদের পক্ষে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির

Continues below advertisement

আজ ফের নারদ মামলার (Narada Case) শুনানি হাইকোর্টে। বৃহত্তর বেঞ্চের সামনে সওয়াল করেন ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhvi)। তিনি বলেন, ‘জামিনের আবেদন বিবেচনা করার ক্ষেত্রে ৬০০ বছরের পুরনো পদ্ধতি রয়েছে। তাতে অভিযুক্তদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা, অসহযোগিতা ও তথ্য-প্রমাণ লোপাটের বিষয় বিবেচনা করেন বিচারপতিরা। ঘটনার এত বছর পরে তথ্য-প্রমাণ লোপাট বা অসহযোগিতার কোনও সম্ভাবনা থাকে না। সমাজের গভীরে শিকড় রয়েছে এই ৪ নেতা-মন্ত্রীর। তাঁরা পালিয়ে যেতে পারেন না।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram