Narada Case Hearing: দুই বিচারপতির মতানৈক্য, আপাতত গৃহবন্দি চার নেতা

Continues below advertisement

নারদ মামলায় আংশিক স্বস্তি চার হেভিওয়েটের। জেলে থাকতে হবে না, গৃহবন্দি থাকতে হবে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় রায় পড়ে শোনান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল তার ব্যাখ্যা করেন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় রায়ের কপিতে লিখেছেন, "সলিসিটার জেনারেল দাবি করছেন, জামিন দেওয়া হলে, এই মামলা সংক্রান্ত প্রমাণ নষ্ট করার আশঙ্কা রয়েছে। এমনকি, আবেদনকারীরা নিজেদের পদ ও ক্ষমতাবল কাজে লাগিয়ে সাক্ষীদের প্রভাবিত করতে পারে। কিন্তু, এই বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। মামলাটি ২০১৪ সালের। এফআইআর হয়েছে ২০১৭-তে। যদি প্রমাণ নষ্ট করার মনোভাব থাকত, তাহলে তাঁরা এতদিনে তা করে ফেলতেন।" উল্টোদিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রায়ের কপিতে বিশদে ব্যাখ্যা করেন যে কেন তিনি চার নেতাকে এখনই জামিন দেওয়ার পক্ষে নন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram