Narada Case Hearing: সিবিআইয়ের এই ভূমিকা আগে দেখা যায়নি, মন্তব্য সিঙ্ঘভির, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুষার মেহতার

Continues below advertisement

নারদা মামলায় (Narada Scam) হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই। বৃহত্তর বেঞ্চে গঠনের প্রশাসনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ। কলকাতা হাইকোর্টে হেভিওয়েটদের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি  বিচারপতিদের কাছে আবেদন রেখে বলেন, 'সিবিআইয়ের এই ভূমিকা আগে দেখা যায়নি, যা ইচ্ছে করছে।' অন্যদিকে হাইকোর্টে পাল্টা সওয়াল সলিসিটর জেনারেল তুষার মেহতার। তিনি বলেন, রাজ্য প্রশাসনের এই ভূমিকাও আগে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী গিয়ে ধর্না দিচ্ছেন, ঘেরাও করছেন, হুমকি দিচ্ছেন। মন্ত্রীরা গিয়ে বসে আছেন, এরকম দেখা যায়নি। এটা চলতে দিলে অন্য জায়গাতেও একই দৃষ্টান্ত তৈরি হবে।' সলিসিটর জেনারেলকে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের প্রশ্ন, 'সুপ্রিম কোর্ট এখনও মামলা গ্রহণ করেনি। আমরা শুনানি শুরু করলে আপনাদের অধিকার কীভাবে খর্ব হবে? সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'অভিযোগ অত্যন্ত গুরুতর, তাই সুপ্রিম কোর্টে গিয়েছি। এখন হাইকোর্ট যা বলবে, তাই মেনে নেব।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram