Narada Case Hearing: কলকাতা হাইকোর্টের ১৭০ বছরের ইতিহাসে প্রথম, কী বিষয়ে এই মন্তব্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ?

Continues below advertisement

আজ নারদ (Narada) মামলায় ধৃত হেভিওয়েট নেতার জামিনের পুনর্বিবেচনা মামলায় দুই বিচারপতির মধ্যে মতভেদ দেখা দেয়। আপাতত ধৃত চারজনকে হাউস অ্যারেস্টে (House Arrest) থাকতে হবে। এই প্রসঙ্গে তৃণমূল (TMC) সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, ‘একটি বৃহত্তর বেঞ্চ তৈরি করা হচ্ছে। ততদিন পর্যন্ত চারজনই গৃহবন্দি থাকবে। আমার মতে ১৭০ বছরের কলকাতা হাইকোর্টের ইতিহাসে এমন কখনও হয়নি। সন্ধ্যা সাড়ে ৫টায় বেঞ্চ বসিয়ে রাত ১১টা পর্যন্ত মামলা আগে কখনও হয়নি। কিন্তু এবারে সেটা হয়েছে। আমি দ্রুত বেঞ্চ গঠন করে দুপুর ২টোয় মামলা শুরু করার আবেদন জানিয়েছি।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram