Narada Case Hearing: 'কোনও মতবিরোধ নয়, মামলার দ্রুত শুনানি ও রায়দান চাইছি', দাবি সুব্রত মুখোপাধ্যায়ের আইনজীবীর

Continues below advertisement

আজ নারদ (Narada) মামলায় ধৃত হেভিওয়েট নেতার জামিনের পুনর্বিবেচনা মামলায় দুই বিচারপতির মধ্যে মতভেদ দেখা দেয়। নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত ধৃত চারজনকে হাউস অ্যারেস্টে (House Arrest) থাকতে হবে। এই প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) আইনজীবী বলেন, ‘প্রধান বিচারপতি জানান, দুই বিচারপতির মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। প্রধান বিচারপতি হাউস অ্যারেস্ট চান। অন্যদিকে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী জামিনের পক্ষে রয়েছেন। বৃহত্তর বেঞ্চে মামলা যেতে পারে। আমরা মামলার দ্রুত শুনানি ও রায়দান চাইছি।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram