Narada Scam Probe: 'আমাকেও গ্রেফতার করুন', নিজাম প্যালেসে গিয়ে সোমবার ৬ ঘন্টা বসে থাকেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement

দলীয় নেতা-মন্ত্রীদের গ্রেফতারির পর নিজাম প্যালেসে (Nizam Palace) যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় ৬ ঘন্টা বসে থাকলেন সিবিআই (CBI) দফতরে। করোনায় জর্জরিত গোটা দেশ। রাজ্যে দৈনিক গড়ে প্রাণ হারাচ্ছেন ১৫০ জন। তারমধ্যেই নাটকীয় গ্রেফতারি, তা ঘিরে বিক্ষোভ। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তৃণমূলের দুই মন্ত্রী ও এক বিধায়ককে গ্রেফতার করে সিবিআই। উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। নিজাম প্যালেসে গিয়ে সিবিআই-এর ডিআইজিকে গিয়ে অভিযোগ করেন, এই গ্রেফতারি বেআইনি। তাঁকেও গ্রেফতার করার চ্যালেঞ্জ করেন মমতা। তিনি বলেন, ‘আমাকেও গ্রেফতার করা হোক। মহামারী পরিস্থিতিতে দলবল নিয়ে গ্রেফতার করা হয়েছে। কোনও নোটিস না দিয়েই বেআইনিভাবে বিধায়ক-মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram