Narada Scam Probe : বহুদিন পর দেখা শোভন-রত্নার, 'এখনও আমি ওনার আইনত স্ত্রী', বললেন বেহালা পূর্বের বিধায়ক

Continues below advertisement

আদালতের বাইরে বহুদিন পর দেখা হল শোভন ও রত্নার (Ratna)। সোমবার শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই (CBI)। দেখা করতে যান স্ত্রী রত্না। রত্না জানান, ‘আমাদের কেস চলছে কোর্টে। কিন্তু ২২ বছর সংসার করেছি তাঁর সঙ্গে। এখনও আমি ওনার আইনত স্ত্রী। শোভনবাবুর মনে কী আছে আমি জানি না। আমার মনে হয়েছে, একজন অসহায় মানুষকে সিবিআই তুলে নিয়ে গেছে। তাই পাশে দাঁড়িয়েছি। পরিবার পাশে থাকলে মনে ভরসা অনেক বাড়ে। কিন্তু শোভনবাবু বাড়ি ছাড়ার পর থেকে যা যা করেছেন সব ভুল করেছেন।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram