Narada Sting Case: চার্জশিটের অনুমতি দেওয়ার কোনও ক্ষমতা নেই রাজ্যপালের, আদালতে সওয়াল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement

‘আদালত অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে। অভিযুক্তরা তদন্তে সহযোগিতা করেননি, এমন অভিযোগ নেই। যতবারই তদন্তকারী আধিকারিকরা ডেকেছেন, ততবারই হাজির হয়েছেন। চার্জশিট পেশ হয়ে যাওয়ার পরও কাউকে হেফাজতে নিয়ে জেলে রেখে জিজ্ঞাসাবাদের কী প্রয়োজন? নারদকাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক মুকুল রায়কে কেন গ্রেফতার করা হল না? এই মুহূর্তে করোনা মোকাবিলায় কলকাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। সকাল থেকে রাত বৈঠক... বিভিন্ন কর্মসূচি নিয়ে তিনি ব্যস্ত। এই সময় ফিরহাদের গ্রেফতারিতে কলকাতা অসহায় হয়ে পড়বে। চার্জশিটের অনুমতি দেওয়ার কোনও ক্ষমতা নেই রাজ্যপালের। এটা আইনবহির্ভূত ও অসাংবিধানিক,’ আদালতে সওয়াল করেন নারদকাণ্ডে ধৃতদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সিবিআই ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে হেফাজতে চাইলেও, শেষপর্যন্ত জামিন দেয় আদালত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram