Narda Case: 'মুখ্যমন্ত্রীকে সরে যেতে হবে না তো?' তুষার মেহতার অপসারণে তৃণমূলের দাবির পাল্টা দিলীপ ঘোষ

Continues below advertisement

সলিসিটর জেনারেলের সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বৈঠকের অভিযোগ। তুষার মেহতার (Tushar Mehetar) অপসারণ চেয়ে  রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল (TMC)। নারদ মামলায় অভিযুক্তের সঙ্গে কীভাবে বৈঠক। সার্ভিস রুল ভেঙেছেন সলিসিটর জেনারেল। অভিযোগ তৃণমূলের। যদিও সলিসিটর জেনারেল দাবি করেছেন, শুভেন্দু তাঁর বাসভবনে গেলেও সাক্ষাৎ হয়নি। তৃণমূলের তরফে পাল্টা তুষার মেহতার বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানানো হয়।  

এই নিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "মুখ্যমন্ত্রী কে সরে যেতে হবে না তো? পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। বাংলা বুঝিয়ে দিয়েছে এই মেয়েকে চায় না তারা।  তাও পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার পরম্পরা বজায় তৃণমূল কংগ্রেস। গণতন্ত্রকে কলঙ্কিত করা হচ্ছে। বাংলার মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।"

সাংবাদিক বৈঠক করে ভুয়ো আইএএস (Fake IAS) কাণ্ডে তৃণমূল (TMC) সরকারকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তিনি বলেন, "দেবাঞ্জন দেব (Debanjan Deb) পুরভার নামে ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছে, দুর্নীতি করেছে। কলকাতা ছাড়াও শিলিগুড়িতেও প্রতারণা করেছে সে। এই ঘটনার প্রকৃত তদন্ত হওয়া দরকার। কলকাতা হাইকোর্টের (High Court) কর্মরত বিচারপতিকে দায়িত্ব দিয়ে এই তদন্ত করার দাবি জানাচ্ছি। কারণ এই মুহূর্তে সিবিআই (CBI), সিআইডি (CID) বা এসআইটি (SIT) কারও উপরেই আমার ভরসা নেই। পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) তার স্বচ্ছতা, নিরপক্ষতা বজায় রাখতে যেন বিচারবিভাগীয় তদন্ত ঘোষণা করে। আমাদের দলের পক্ষ থেকে আমি এটাই আবেদন করছি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram