NHRC Report on Post-Poll Violence: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে ছত্রে ছত্রে আক্রমণ জাতীয় মানবাধিকার কমিশনের

Continues below advertisement

ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) চূড়ান্ত রিপোর্ট পেশ। গতকাল হাইকোর্টে (Calcutta High Court) ৫০ পাতার রিপোর্ট পেশ করে জাতীয় মানবাধিকার কমিশন। রবীন্দ্রনাথের কবিতার অংশ উদ্ধৃত করে রাজ্যকে ছত্রে ছত্রে আক্রমণ। লেখা হয়েছে, "গত ২ মাসে রবীন্দ্রনাথের মাটিতে খুন, ধর্ষণ, ভিটেছাড়া হতে হয়েছে মানুষকে। এই ধরনের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে ছড়িয়ে পড়বে অন্য রাজ্যে। ভারতের মতো মহান দেশে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা বেজে যাবে। এই হিংসা অবিলম্বে বন্ধ করা দরকার।" পাশাপাশি বলা হয়েছে, "ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের প্রয়োজন। গোটা মামলার বিচারপর্ব রাজ্যের বাইরে করতে হবে। আদালতের পর্যবেক্ষণে সিট গঠন করে তদন্ত হোক। দ্রুত বিচারে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে বিচার শেষ করতে হবে। বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করতে হবে।" "সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে", উল্লেখ করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের চূড়ান্ত রিপোর্টে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram