North Bengal Divison Controversy: পাহাড় সমস্যার স্থায়ী সমাধান নিয়ে রোশন গিরির সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের

Continues below advertisement

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) সঙ্গে রোশন গিরির বৈঠক। ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। পাহাড়ে শান্তি-উন্নয়ন জারি রাখতে আলোচনা, সূত্রের খবর। উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি বিজেপির। পাহাড়ে যাতে নতুন করে অশান্তি শুরু না হয়, বৈঠকে আলোচনা, সূত্রের খবর। 

পৃথক উত্তরবঙ্গ প্রসঙ্গে নিজের অবস্থানে অনড় কেন্দ্রীয় সংখ্য়ালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা (John Barka)। আজ মন্ত্রকের দায়িত্বভার গ্রহণের পর বার্লা বলেন, "জনগণের ১০০ বছরের পুরনো দাবি দমানো যাবে না।" পাল্টা জন বার্লাকে বিচ্ছিন্নতাবাদী বলে আক্রমণ করেছে তৃণমূল (TMC)। 

"পূর্ণমন্ত্রী নন, বাংলা থেকে চার রাষ্ট্রমন্ত্রী। তাঁদের মন্ত্রিত্বে শুভেচ্ছা। তবে দামি মানিব্যাগে রাখলেই অচল পয়সা কি আর সচল পয়সা হয়? বাবুল, দেবশ্রী রাজ্যকে কী দিয়েছেন, হিসাবটা চান। বুঝবেন নতুনদের এই স্বান্তনা পুরস্কারের দাম কতটুকু। ভোটের যে অঙ্কে এই খেলা, সে অঙ্ক মিলবে না।" ট্যুইট কুণাল ঘোষের। 

বরাকরে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগের ঘটনায় সাসপেন্ড আরও দুই এসআই (SI) ও এএসআই (ASI)। আগেই সাসপেন্ড করা হয় দু'জনকে। এদিকে দু'দিন পর আজ বরাকরে খুলেছে দোকানপাট। 

জীবিত ব্যক্তির নামে ডেথ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। অভিযুক্ত লেকটাউনের বেসরকারি হাসপাতাল। অন্য় ব্য়ক্তির মৃতদেহ দেওয়া হচ্ছিল বলে পরিবারের দাবি। ভুল স্বীকার করে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram