Uttar Dinajpur: মুখে গোঁজা তৃণমূলের পতাকা, রায়গঞ্জে বাড়ির অদূরে আমবাগান থেকে উদ্ধার কংগ্রেস নেতার ঝুলন্ত দেহ

Continues below advertisement

রায়গঞ্জে (Raiganj) বাড়ির কাছ থেকে উদ্ধার হল কংগ্রেস (Congress) নেতার ঝুলন্ত দেহ। তৃণমূলের (TMC) পতাকা দিয়ে বাঁধা ছিল মুখ। মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। পরিবারের দাবি, গতকাল সন্ধ্যায় বেড়িয়েছিলেন কংগ্রেসের বুথ সভাপতি। রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ির কাছে আমবাগান থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। মুখে গোঁজা ছিল তৃণমূলের পতাকা। খুনের নেপথ্যে তৃণমূল অথবা বিজেপির (BJP) হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে মৃত কংগ্রেস নেতার পরিবার। তৃণমূলকে বদনাম করতেই পতাকা ব্যবহার করা হয়েছে, পাল্টা দাবি শাসক শিবিরের। অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) মৃতকে বিজেপি নেতা বলে দাবি করেছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram