' Abhishek Banerjee ওকে দিয়ে এই কথা বলিয়ে থাকতে পারে', Pamela র অভিযোগ ওড়ালেন Rakesh Sigh
মাদককাণ্ডে গ্রেফতার বিজেপি যুব মোর্চা সম্পাদককে আনা হল আদালতে । কোর্ট লক-আপে বিস্ফোরক অভিযোগ পামেলা গোস্বামীর (Pamela Goswami)। চক্রান্ত করে ফাঁসানোর অভিযোগ পামেলার। তাঁর অভিযোগ বিজেপি নেতা রাকেশ সিংয়ের (Rakhesh Singh) বিরুদ্ধে। রাকেশ সিং কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ, দাবি পামেলার। ঘটনার সিআইডি তদন্ত হোক, গ্রেফতার করা হোক রাকেশকে, দাবি পামেলার। এই নিয়ে বিজেপি (BJP) নেতা রাকেশ সিং বলেন, "আমার মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বা তৃণমূল বা ওখানকার পুলিশ পামেলাকে দিয়ে এসব বলাচ্ছে। কিন্তু এই বিষয়টির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।" এই নিয়ে তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "পামেলা বিজেপি নেত্রী। তৃণমূল এবং পুলিশই যদি ষড়যন্ত্র করে থাকত তবে পামেলা তৃণমূল বা পুলিশের কথাই বলতেন। উনি বিজেপিকেই দোষ দিচ্ছেন। এক্ষেত্রে পামেলার বক্তব্যকে গুরুত্ব না দিয়ে উপায় নেই।"