Pegasus Controversy: হ্যাকিং-কাণ্ডে প্রথম তদন্ত কমিশন গঠন রাজ্যের
আড়িপাতাকাণ্ডে (Pegasus Controversy) তদন্ত কমিশন (Inquiry Commission) গঠন রাজ্য সরকারের। প্রথম রাজ্য হিসেবে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ। ক্যাবিনেটের বৈঠকে হয়েছে সিদ্ধান্ত। এই কমিশনে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, থাকবেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।
আজ সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "প্রথম রাজ্য হিসেবে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ। ক্যাবিনেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কীভাবে হ্যাকিং করা হচ্ছে তা খতিয়ে দেখবে কমিশন। বাংলার সাংবাদিকদের ফোন হ্যাক করা হয়েছে, আইনিক্ষেত্রে কারা রয়েছে তাও দেখতে হবে।।" মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই তদন্ত কমিশনে থাকবেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন বিচারপতি। থাকবেন হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যও।