Petrol Diesel Prices Hike: হলদিয়া থেকে তেল পৌঁছাতে খরচ, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বললেন বিশেষজ্ঞরা
জ্বালানির ছ্যাঁকায় নাজেহাল সাধারণ মানুষ। আজ আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। লিটারপ্রতি ৪১ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৯৯ টাকা ৪৫ পয়সা। লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ২৭ পয়সা। কলকাতাকে পিছনে ফেলে রাজ্যের কয়েকটি জেলায় সেঞ্চুরি পার করল পেট্রোলের দাম (Petrol Price)। জলপাইগুড়িতে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৩ টাকা ৫১ পয়সা। আলিপুরদুয়ারে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৫১ পয়সা। অন্যদিকে, রানাঘাটে দাম ১০০ টাকা। মালদায় পেট্রোল মিলছে ৯৯ টাকা ৫৭ পয়সায় এবং দুর্গাপুরে পেট্রোলের দাম ৯৯ টাকা ৩০ পয়সা। পাশাপাশি বহরমপুরে পেট্রোলের দাম ১০০ টাকা ৩৯ পয়সা। এদিকে হলদিয়ায় পেট্রোলের দাম ৯৮ টাকা ৭৬ পয়সা। এক এক জেলায় জ্বালানির এক এক দাম নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, রাজ্যের একমাত্র তেল শোধনাগার রয়েছে হলদিয়ায়। তেল শোধনের পর তা জেলায় জেলায় পৌঁছাতে খরচ হয়। সেই কারণেই দূরত্ব অনুযায়ী জেলাগুলিত জ্বালানির দামের পার্থক্য দেখা যাচ্ছে।