PM Modi at Purulia: 'দিদির নির্মম সরকার মাওবাদীদের প্রশ্রয় দিয়েছে', পুরুলিয়ায় বিস্ফোরক মোদি
আজ পুরুলিয়ার সভা থেকে একাধিক ইস্যুতে তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, "কেন্দ্রীয় বাজেটে বাংলার হাইওয়ের উন্নতির জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে আর মানুষকে বাংলা ছেড়ে পালাতে হবে না। বাংলাতে কর্মসংস্থান হবে, আদিবাসী, পিছিয়ে পড়া যুবকদের চাকরি হবে। ছৌ শিল্পী, হস্তশিল্পীদেরও সুবিধা প্রদান করা হবে।" তিনি যোগ করেন, "পুরুলিয়া ও জঙ্গলমহলের প্রতি অন্যায় করা হয়েছে। দিল্লিতে থেকেও জঙ্গলমহলের সমস্যার কথা শুনতে পাই। তোষণের রাজনীতির জন্য যুবকদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষদের প্রতি মমতা থাকলে এমন হত না।" তাঁর দাবি, "এখানে দিদির নির্মম সরকার মাওবাদীদের প্রাধান্য দিয়েছে। গরিবের টাকা লুঠ করে তৃণমূল সরকার। কয়লা মাফিয়াদের সাহায্য নিচ্ছে তৃণমূল সরকার। নিজের সুবিধার জন্য মাওবাদীদের প্রশ্রয় দেয় তৃণমূল সরকার। পুরুলিয়ার সভা থেকে নরেন্দ্র মোদির হুঁশিয়ারি, "বাংলার মানুষ বলছে অত্যাচার অনেক করেছো দিদি। ভয় দেখানোই তোমার অস্ত্র, রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ। মা দুর্গার আশীর্বাদে করবে তোমায় পরাস্ত।"