Modi at Visva-Bharati Convocation: 'ক্ষমতায় থাকলে সংযমী ও ধৈর্যশীল হওয়া জরুরি'

Continues below advertisement

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়র (Visva-Bharati University) সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, "গুরুদেব বিশ্বভারতীকে শুধু বিশ্ববিদ্যালয় হিসেবে দেখেননি। তাই বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছিলেন বিশ্বভারতী।’ সেই ধারা নিজের বক্তব্যে বজায় রেখেই তিনি বলেন, ‘আসুন, সমাজের উন্নতির জন্য মিলেমিশে কাজ করি। জ্ঞান-বিচার-উৎকর্ষ এক জায়গায় থেমে থাকে না। জ্ঞান ও ক্ষমতা আসে দায়িত্ববোধ থেকে। ক্ষমতায় থাকলে সংযমী ও ধৈর্যশীল হওয়া জরুরি। আপনার চিন্তাধারা সমাজকে গৌরবান্বিত করে। তেমনি আপনার চিন্তাধারা সমাজকে অন্ধকারাচ্ছন্ন করতে পারে। আপনার মানসিকতা সদর্থক রাখতে হবে।" পাশাপাশি তাঁর মুখে উঠে এল রবি ঠাকুরের লেখা পঙক্তিও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram