Political Violence in Bengal: ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

Continues below advertisement

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে (Jagdeep Dhankar) রিপোর্ট পাঠাতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, খবর সূত্রের। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এল স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল। এই মুহূর্তে নবান্নে পৌঁছেছে চার সদস্যের এই প্রতিনিধি দল। দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব। দিল্লি (Delhi) ফিরে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দেবেন তাঁরা। ভোট-পরবর্তী হিংসার প্রেক্ষিতে ৩ মে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব চিঠি লেখেন রাজ্যের মুখ্যসচিবকে। গতকাল ফের চিঠি লেখেন তিনি। এরপরই রাজ্যে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এপ্রসঙ্গে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "কেন্দ্রীয় দল না পাঠিয়ে ভ্যাকসিন পাঠাও। বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন কেন্দ্রীয় দল পাঠাচ্ছ!"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram