Post Poll violence Hearing : 'ভোটের আগের হিংসার ঘটনারও উল্লেখ', NHRC-র রিপোর্ট নিয়ে আদালতে সওয়াল অভিষেক মনু সিংভির

Continues below advertisement

জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে একাধিক অসঙ্গতি। ভোটের আগে হিংসার ঘটনায়ও উল্লেখ রয়েছে রিপোর্টে। হাইকোর্টে সওয়াল অভিষেক মনু সিংভির। এনএইচআরসির (NHRC) মতো নিরপেক্ষ সংস্থার কাছে এটা কাম্য নয়। "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট।" বলেন, অভিষেক মনু সিংভি।

কর ফাঁকির অভিযোগে ভোপালে দৈনিক সংবাদপত্র দৈনিক ভাস্করের অফিসে হানা দিলেন আয়কর দফতরের অফিসাররা। আজ সকাল থেকেই  দৈনিক ভাস্করের একাধিক অফিসে আয়কর দফতরের অভিযান চলে। সংবাদপত্রের মালিকের বাড়িতেও তল্লাশি চালানো হয়। 

অন্যদিকে, খোদ তৃণমূল জেলা সভাপতির বাড়ির সামনে সরকারি জমিতে পার্টি অফিস বানানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল জেলা সভাপতির বাড়ির উল্টোদিকে হেরিটেজ বিল্ডিং। আর দোরগোড়ায় পূর্ত দফতরের জমিতে তৈরি হয়েছে শাসক দলের পার্টি অফিস। গতকাল এর উদ্বোধন হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল যে আইন মানে না এই ঘটনা তার প্রমাণ। তৃণমূল জেলা সভাপতির দাবি, এটি দলের অস্থায়ী অফিস। হেরিটেজ বিল্ডিং কর্তৃপক্ষ আপত্তি জানালে ওই অফিস সরিয়ে নেওয়া হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram