Post Poll Violence: ভোটপরবর্তী হিংসা নিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক জাতীয় মানবাধিকার কমিশনের

Continues below advertisement

ভোটপরবর্তী হিংসার (Post-election Violence) পরিস্থিতি নিয়ে আজ রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবে জাতীয় মানবাধিকার কমিশন। এদিন জাতীয় মানবাধিকার কমিশনের দুই প্রতিনিধি রাজ্য পুলিশের ডিজি শ্রী বীরেন্দ্রের সঙ্গে বৈঠক করেন। আজ সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ শুরু হয় বৈঠক। প্রায় আধ ঘন্টা চলে এই বৈঠক। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে এই জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল রাজ্যে এসেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় ভোটপরবর্তী হিংসায় শিকার মানুষের সঙ্গে দেখা করছেন তাঁরা। এই পরিস্থিতি নিয়ে রিপোর্ট তৈরি করছেন প্রতিনিধিরা। এই রিপোর্ট হাইকোর্টে পেশ করা হবে। রাজ্য সরকারের কাছ থেকেও তাঁরা রিপোর্ট নেবেন বলে জানা গেছে। কাদের বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযুক্তদের বিরুদ্ধি কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট নেয় মানবাধিকার কমিশন। রাজ্যের রিপোর্টের সঙ্গে নিজেদের রিপোর্ট মিলিয়ে দেখেন কমিশনের প্রতিনিধিরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram