Private Bus Services: বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক রাজ্যের
বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হয় আজ। আগে রাস্তায় বাস নামান। তারপরে ভাড়া বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করা হবে। বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে প্রস্তাব রাজ্য সরকারের। বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে পরিবহনমন্ত্রী, পুলিশ।
এই নিয়ে পরিবহনমন্ত্রীর ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "বাস নিয়ে আলোচনা চলছে। আগে বাস চালানোর কথা বলা হয়েছে। আমাদের কমিটি একটি রেকমেনডেশন পাঠিয়েছে সেটা আমরা সরকারকে জানিয়েছি।"
অন্যদিকে, আজ জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, "গত ১০০ বছরে করোনার মতো এমন অতিমারী দেখা যায়নি। পরিসংখ্যান অনুযায়ী, যত শক্তিশালী দেশই হোক না কেন, কেউ একা এই অতিমারী থেকে উদ্ধার হতে পারেনি। এই অতিমারী থেকে নিজেদের দেশকে বাঁচাতে বিশ্বের সব দেশগুলিকে মানবিকতার স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। একে অপরের কাছ থেকে শিক্ষা নিতে হবে এবং একে অপরকে পথ দেখাতে হবে। অতিমারীর শুরু থেকেই ভারত অন্য দেশগুলিকে সাহায্য করার জন্য প্রতিজ্ঞাবধ রয়েছে। আমরা আমাদের পরিসংখ্যান, তথ্য এবং রিসোর্স দিয়ে সারা বিশ্বকে এই লড়াইয়ে সাহায্য করতে প্রস্তুত।"