Protest Against Petrol Diesel Price Hike: পেট্রোপণ্য়ের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১০ ও ১১ জুলাই প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

Continues below advertisement

আগামী ১০ ও ১১ জুলাই পেট্রোপণ্য়ের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস (TMC) রাজ্যজুড়ে প্রতিবাদে নামছে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিক্ষোভ চলবে। 

অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আলিপুর আদালতে দেবাঞ্জন (Debanjan Deb) দেবকে পেশ। একই সঙ্গে দেবাঞ্জনের (Fake IAS) আরও সাতজন সঙ্গীকে আদালতে পেশ করা হল। 

দেবাঞ্জনকাণ্ডের জের। বিধায়কদের সতর্ক করল তৃণমূল। আজ তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক হয় বিধানসভায়। অনুষ্ঠানে যাওয়ার আগে সতর্ক থাকতে হবে বিধায়কদের। কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে খোঁজ নিতে হবে উদ্যোক্তাদের বিষয়। অনুষ্ঠানে কারা আমন্ত্রিত সেবিষয়েও খোঁজ নিতে হবে। দলীয় বিধায়কদের সতর্ক করে জানাল তৃণমূল কংগ্রেস। 

বাস ভাড়া নিয়ে ময়দানের টেন্টে বৈঠকের পরে নবান্নে ফের বৈঠক। নবান্নে পরিবহন মন্ত্রী (Firhad Hakim), মুখ্যসচিবের সঙ্গে বাস মালিক সংগঠনের বৈঠক। "আপাতত বাসের ভাড়া বাড়ানো যাবে না। বিকল্প খুঁজুন।" অক্টোবর পর্যন্ত রোড ট্যাক্স মুকুব করবে রাজ্য সরকার। বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বললেন মুখ্যসচিব। এমনই খবর সূত্র মারফত। বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক। আগে রাস্তায় বাস নামান। তারপর ভাড়া বৃদ্ধির প্রস্তাব বিবেচনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram