Puri Temple: প্রভু জগন্নাথের রসুইঘরের প্রায় ৩৫টি মাটির উনুন তছনছ, রবিবার সকালের ঘটনা ।Bangla News

Continues below advertisement

তখন মধ্যরাত। সাফাইয়ের কাজ শেষ করে বেরিয়ে আসার সময়েই বিষয়টি চোখে পড়েছিল এক সেবায়েতের। তিনি দেখেন, প্রভু জগন্নাথের রসুইঘরের প্রায় ৩৫টি মাটির উনুন তছনছ হয়ে গিয়েছে।  তৎক্ষণাৎ বিষয়টি  বাকিদের জানান তিনি। রবিবার সকালে ঘটনা চাউর হতেই চাঞ্চল্য ছড়ায়।

শতাব্দী প্রাচীন পুরীর মন্দিরের এই রসুইঘর। লোকমুখে প্রচলিত সেই অলৌকিক মাহাত্বের কাহিনী সকলেরই জানা। এই রসুইঘরে সারি দিয়ে সাজানো ৪০০টিরও বেশি মাটির উনুন। প্রতিদিন  কাঠের আঁচে তৈরি হয় জগন্নাথ দেবের মহাভোগ। এখানে সাধারণের প্রবেশ নিষেধ, এমনকী সব সেবায়েতেরও এখানে প্রবেশের অনুমতি নেই। আর সেখানে এমন ঘটনা যে ঘটতে পারে তা দুঃস্বপ্নেও ভাবতে পারছেন  না স্থানীয় বাসিন্দা থেকে মন্দিরের সেবায়েতরাও। ঘটনার পর দু-দিন কেটে গেলেও তদন্তে কোনও দিশা মেলেনি।
এদিন অসমর্থিত সূত্রে এক সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, সেখানে এক সন্দেহভাজনকে দেখা গিয়েছে। তবে কে সে, তা এখনও স্পষ্ট নয়। তবে সে মন্দিরের কেউ নয়, এ কথা জানিয়েছেন সেবায়তরা। 

তবে ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় এবং সেবায়তের একাংশ। এই 'অনর্থে' নিরাপত্তা ব্যবস্থাকেই দুষছেন সকলে। পাশাপাশি দ্রুত দোষীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিও তুলেছেন সকলে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram