Mullickpur Rail Chaos: 'স্টাফ স্পেশাল ট্রেনে এত যাত্রী পরিবহণ সম্ভব নয়', আবেদন জানিয়ে রাজ্যকে ফের চিঠি দিচ্ছে রেল
মল্লিকপুরে রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার। রাজ্যকে ফের চিঠি দিতে চলেছে রেল। 'স্টাফ স্পেশাল ট্রেনে এত যাত্রী পরিবহণ সম্ভব নয়। বাড়ছে আইনশৃঙ্খলাজনিত সমস্যা। লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক না হলে সমস্যা।' আবেদন জানিয়ে রাজ্যকে ফের চিঠি দিতে চলেছে রেল।
অবিলম্বে লোকাল ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ শিয়ালদা দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশনে (Mallickpur Station) এদিন সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাথর। আহত হয়েছেন জিআরপি-র ওসি সহ কয়েকজন। ভাঙচুর করা হয় জিআরপির গাড়ি। স্টেশন থেকে পুলিশকে তাড়া করে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, গতকাল সোনারপুর স্টেশনে বিক্ষোভের সময় তাঁদের দাবি মানার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি রেল কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টা পর অবশেষে কিছুটা শান্ত হয় মল্লিকপুর ষ্টেশন (Mallickpur Station) চত্বর। উত্তেজিত জনতার সঙ্গে আলোচনা করেন রেলের আধিকারিকরা। আলোচনার পরে মল্লিকপুর ষ্টেশন থেকে ট্রেনে উঠতে দেওয়া হয় সাধারণ মানুষকে। যাত্রীদের নিয়ে সেই ট্রেন শিয়ালদার দিকে রওনা হয়। দাবি মেনে নেওয়ায় অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, আজ ফের লোকাল ট্রেন (Local Train) চালানোর দাবিতে সোনারপুর (Sonarpur) স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। সকাল ৭টা থেকে অবরোধ শুরু হয়। পরে সেই অবরোধ উঠে যায়।