Rain in North Bengal: প্রবল বর্ষণে ডুয়ার্সের চা বাগানগুলিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

Continues below advertisement

ভুটান পাহাড় ও ডুয়ার্সে (Dooars) অবিরাম বৃষ্টি। গতকাল রাত থেকে ভুটান পাহাড়ে অনবরত বৃষ্টির জেরেই বানারহাটের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। জলমগ্ন হলদিবাড়ি (Haldibari) চা বাগানও। এলাকার সমস্ত চা বাগান জল থইথই। হাতি নালা উপচে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। ৬টি চা বাগানে (Tea Gardens) জলমগ্ন প্রায় দেড়শোটি পরিবার। বিঘার পর বিঘা চায়ের জমি নষ্ট হয়ে গিয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে চা গাছ। অধিকাংশ বাড়িতেই জল ঢুকে গিয়েছে। যতক্ষণ না বৃষ্টি কমছে, ওই এলাকার পরিস্থিতির উন্নতি হবে না বলেই মনে করা হচ্ছে। স্থানীয়দের ক্ষোভ, দীর্ঘ ২৪ বছর ধরে এলাকায় জলনিকাশির কোনও ব্যবস্থাই নেই। নালার ব্যবস্থা নেই ফলে প্রতি বছরেই এই দুর্ভোগের সম্মুখীন হতে হয় এলাকাবাসীকে। জলের পাশাপাশি জোঁক এবং সাপের ভয় দোসর। কতক্ষণে জল নামবে সেই অপেক্ষার প্রহর গুনছেন সেন পাড়ার বাসিন্দারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram