Rakesh Singh Arrest: ঠিক কোন কোন ধারায় গ্রেফতার রাকেশ, আলিপুরের বাড়িতে নোটিস পুলিশের

Continues below advertisement

এনডিপিএস অ্যাক্ট-এর (NDPS ACT) ২৯-ধারায় গলসি থেকে গ্রেফতার বিজেপি (BJP) নেতা রাকেশ সিংহকে (Rakesh Singh)। গ্রেফতারির নোটিস তুলে দেওয়া হল রাকেশ সিংহের (Rakesh Singh) মেয়ের হাতে। বুধবার তাঁকে এনডিপিএস আদালতে (Court) তোলা হবে। রাকেশের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তাঁর দুই ছেলেকেও। ‘লজ্জাজনকভাবে গ্রেফতার করা হয়েছে’, গ্রেফতারির পর প্রতিক্রিয়া রাকেশের। মাদককাণ্ডে (Drug Case) তাঁর সঙ্গে জিতেন্দ্র সিংহকেও (Jitendra Singh) গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ (Alipur Police)। পাশাপাশি উঠে এসেছে আরও কয়েকজনের নাম। "যারা প্রতিহিংসার কথা বলেন, তাঁরা নিজেরা কতটা প্রতিহিংসাপরায়ণ তা এবার বোঝা যাচ্ছে। রাকেশ সিংহ কী করেছে, কেন গ্রেফতার করেছে এখনও কিছু বলেনি। দোষ প্রমাণ হলে আমরা কিছু বলব না, কিন্তু দোষ প্রমাণ না হলে আমরা এর বিরোধিতায় রাস্তায় নামব", জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অন্যদিকে তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেছেন, "রাকেশ সিংহের বিরুদ্ধে ২৯টি মামলা রয়েছে। এই রকম সমাজবিরোধীকে সমর্থন করে দিলীপ ঘোষ অন্যায় কথা বলছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram