WB Politics: 'বঙ্গভঙ্গের দাবি নয়, বঞ্চনার কথাই বলছেন সৌমিত্র-বার্লা', দাবি দিলীপের, পাল্টা ফিরহাদ
বিজেপির (BJP) দুই সাংসদের (MP) উত্তরবঙ্গ (North Bengal) এবং জঙ্গলমহলকে (Jangalmahal) পৃথক রাজ্যের দাবি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "বঙ্গভঙ্গের দাবি কেউ করেনি। সবাই বলছে বঞ্চনা হচ্ছে। কলকাতা বাদ দিয়ে জঙ্গলমহল, উত্তরবঙ্গের মানুষকে স্বাধীনতার পর থেকে সবাই বঞ্চিত করেছেন। সেই জন্য আজকে তাঁরা তাঁদের মুক্তি এবং অধিকারের জন্য বিরোধী দলকে ভোট দিচ্ছেন। সেখানকার মানুষের যে ক্ষোভ, প্রতিনিধি হিসেবে সেই কথাই তাঁরা বলেছেন। রাজ্য সরকারের প্রতি মানুষের যে বিশ্বাস নেই, আস্থা নেই, তা বোঝা যাচ্ছে। রাজ্য সরকার এই ক্ষোভ প্রশমিত করুক, কাজ করে সেখানকার মানুষের অধিকার ফিরিয়ে দিক। ভোটের আগে এঁটো কাটা ছড়িয়ে এখন বলছেন পয়সা নেই। বারবার যে বঞ্চনা হচ্ছে, এসবের বিরুদ্ধেই মানুষ আওয়াজ তুলেছে।" এই নিয়ে তৃণমূলের ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "জঙ্গলমহল এবং পাহাড়ের মানুষ সবসময় আমাদের সঙ্গে আছে। বিজেপি কিছু কিছু সময় বিভ্রান্তির সৃষ্টি করে। বিচ্ছিন্নতাবাদীরা সাময়িক বিভ্রান্তি তৈরি করে। কিন্তু আমরা ভারতীয়, আমরা বাংলার মানুষ। আমরা একসঙ্গে থাকতে ভালোবাসি।"